Tuesday, October 14, 2025

বিবিসির বিরুদ্ধে 'ফিলিস্তিন বিরোধী বর্ণবাদের' অভিযোগ: শতাধিক কর্মীর চিঠি


ছবিঃফিলিস্তিন ইস্যুতে বিবিসির বিরুদ্ধে অভিযোগ শতাধিক কর্মীর(সংগৃহীত । ইন্টারনেট)

ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)-এর বিরুদ্ধে 'ফিলিস্তিন বিরোধী বর্ণবাদের' অভিযোগ তুলেছেন তাদের শতাধিক কর্মী। বুধবার (আজ) আল জাজিরা প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ৩০০ জন গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বিবিসির ১০৭ জন বর্তমান কর্মী সংবাদমাধ্যমটির নেতৃত্ব বরাবর এ বিষয়ে একটি চিঠি লিখেছেন।

চিঠিতে ইসরাইলের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন সংবাদ প্রচারে বিবিসি 'সেন্সরশিপ' আরোপ করে বলে অভিযোগ আনা হয়েছে। সেইসঙ্গে ইসরাইল সরকার ও সেনাবাহিনীর জন্য 'জনসংযোগ' (public relations) করার অভিযোগও আনা হয়েছে ওই চিঠিতে।

এই অভিযোগগুলো বিবিসির নিরপেক্ষতা এবং ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের সংবাদ পরিবেশনে তাদের ভূমিকার ওপর গুরুতর প্রশ্ন তুলেছে। অভিযোগকারীরা দাবি করেছেন যে, বিবিসির সংবাদ নীতিতে ফিলিস্তিনিদের প্রতি পক্ষপাতিত্ব এবং তাদের কণ্ঠস্বরকে দমন করা হয়।

বিবিসি কর্তৃপক্ষ এই অভিযোগের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে, গণমাধ্যম বিশেষজ্ঞরা মনে করছেন, এই অভিযোগগুলো বিবিসির ভাবমূর্তি এবং এর সংবাদ পরিবেশনার বিশ্বাসযোগ্যতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিষয়টি আন্তর্জাতিক মহলে এবং সংবাদমাধ্যম জগতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন