Tuesday, October 14, 2025

টাঙ্গাইলে কুখ্যাত সন্ত্রাসী চাকমা জাহাঙ্গীর খুন


ছবিঃ‘কুখ্যাত সন্ত্রাসী চাকমা জাহাঙ্গীর’(সংগৃহীত । ইন্টারনেট)

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার কুখ্যাত সন্ত্রাসী চাকমা জাহাঙ্গীর খুন হয়েছেন। বুধবার ভোর রাতে মাদক ও বালু ব্যবসা এবং চাঁদাবাজির টাকা ভাগাভাগির দ্বন্দ্বে প্রতিপক্ষের হাতেই তিনি খুন হয়েছেন বলে থানা পুলিশ জানিয়েছে।

হেমনগর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উমর আলী জানান, নিহত চাকমা জাহাঙ্গীর গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের মধ্য শাখারিয়া গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। তার বিরুদ্ধে গোপালপুর, ভূঞাপুর ও মির্জাপুর থানায় মাদক, চাঁদাবাজি, নারী নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে প্রায় দেড় ডজন মামলা রয়েছে।

টাঙ্গাইল জেলা পুলিশ সুপারের কাছে এলাকাবাসীর দায়ের করা অভিযোগে জানানো হয়েছে যে, চাকমা জাহাঙ্গীর যমুনার ঘাটে অবৈধ বালু ব্যবসা নিয়ন্ত্রণ, মাদক ব্যবসা, ছিনতাই, সড়ক পথে ডাকাতি, নারী নির্যাতন ও চাঁদাবাজির সংঘবদ্ধ একটি চক্র চালাতেন। তার অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে টাঙ্গাইল ও জামালপুরের যমুনা তীরের জনপদ অশান্ত হয়ে উঠেছিল।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে চাকমা জাহাঙ্গীর অজ্ঞাত স্থান থেকে ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই বাজারে আসেন। সেখান থেকে নলিন বাজারের ফেরার পথে শাখারিয়া স্লুইস গেট এলাকায় প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে মারাত্মক জখম করা হয়। আহত অবস্থায় প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে টাঙ্গাইল সদর হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

গোপালপুর থানার ওসি গোলাম মুক্তাদির আশরাফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "বহু মামলার আসামি সন্ত্রাসী চাকমা জাহাঙ্গীরের নাগাল পাচ্ছিল না পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মর্গে রাখা হয়েছে। দুপুর আড়াইটা (২.৩০টা) পর্যন্ত কেউ থানায় মামলা দায়ের করেনি।"

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন