Tuesday, October 14, 2025

নোয়াখালীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজন নিহত


ছবিঃ মাইক্রোবাস দুর্ঘটনায় (সংগৃহীত)

নোয়াখালীর বেগমগঞ্জে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের সাতজনের করুণ মৃত্যু হয়েছে। বুধবার ভোররাতে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ছিলেন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার পশ্চিম চৌপালী এলাকার বাসিন্দা।

জানা গেছে, নিহতরা সবাই একসঙ্গে ওমান থেকে দেশে ফেরা এক প্রবাসী স্বজনকে আনতে ঢাকায় গিয়েছিলেন। প্রবাসীকে নিয়ে তারা দুটি গাড়িতে করে লক্ষ্মীপুরে ফিরছিলেন—একটি প্রাইভেটকার ও অপরটি হাইস মাইক্রোবাস। ফেরার পথে হাইস গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খালে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন—ফয়জুন নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), মীম আক্তার (২) ও লামিয়া আক্তার (৯)। তাদের মধ্যে শিশু ও বৃদ্ধারাও রয়েছেন, যা পুরো পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নামিয়েছে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া বলেন, “ঘটনার সময় সম্ভবত চালক ঘুমিয়ে পড়েছিলেন। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। দুর্ঘটনার পর কয়েকজন গাড়ি থেকে বেরিয়ে আসতে পারলেও সাতজন ভেতরে আটকে পড়ে প্রাণ হারান।”

স্থানীয়রা জানান, ভোররাতে হওয়ায় প্রথমে কেউ বুঝে উঠতে পারেননি কী ঘটেছে। পরে আলো দেখে স্থানীয়রা ছুটে গিয়ে উদ্ধার তৎপরতায় অংশ নেন। রেকারের সহায়তায় দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি খাল থেকে উত্তোলন করা হয়।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. মনির হোসেন জানান, “আমরা এখন পর্যন্ত দুটি মরদেহ পেয়েছি। বাকিদের লাশ পরে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. লিটন দেওয়ান জানিয়েছেন, ওমান ফেরত প্রবাসী যাত্রীর অবস্থা স্থিতিশীল এবং তিনি বেঁচে আছেন। হাইওয়ে পুলিশ নিহতদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে।

দুর্ঘটনায় শোকাহত নিহতদের পরিবার ও এলাকাবাসী। একটি পরিবারের একসঙ্গে সাতজন সদস্যের মৃত্যুতে চারদিকে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন