- ১৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনী জনসংযোগকালে দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী–৬ (হাতিয়া) আসনের প্রার্থী আব্দুল হান্নান মাসউদ। রোববার বিকেলে হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, জনসংযোগ কার্যক্রম চলাকালে পেছন দিক থেকে আসা একটি অটোরিকশা হঠাৎ করে তার বাম পায়ের ওপর উঠে যায়। এতে তিনি আহত হন। তবে শুরুতে আঘাতের তীব্রতা তেমনভাবে বুঝতে না পারায় তিনি প্রচারণা চালিয়ে যান।
হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মো. ইউসুফ রেজা বলেন, দুর্ঘটনার পর প্রার্থী কিছুটা অসুস্থ বোধ করলেও সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ ও প্রচারণা চালু রাখেন। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বিশ্রামে যেতে হয়।
এ বিষয়ে আব্দুল হান্নান মাসউদ বলেন, ঘটনাটি অনিচ্ছাকৃত ও দুর্ঘটনাজনিত। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তিনি জানান, অটোরিকশাচালক ছিল অল্প বয়সী এবং অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটে। পরে জনসংযোগ চালিয়ে যাওয়ায় পায়ের আঘাত কিছুটা বেড়েছে, তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত বিশ্রামে থাকলেও শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি পুনরায় নির্বাচনী কার্যক্রমে অংশ নেবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।