- ১৯ জানুয়ারি, ২০২৬
স্টাফ রিপোর্ট: PNN
বিজয়ের প্রাক্কালে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দীর্ঘ পাঁচ দশক পেরিয়ে গেলেও এই নির্মম হত্যাযজ্ঞের পেছনের প্রকৃত পরিকল্পনাকারীদের পরিচয় আজও অন্ধকারে রয়ে গেছে।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি তুলে ধরেন।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, বাংলাদেশকে মেধাশূন্য করার উদ্দেশ্যে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছিল। তাঁর দাবি, স্বাধীনতার পর বিভিন্ন সরকার এই হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বরং রাজনৈতিক উদ্দেশ্যে একটি নির্দিষ্ট দলের ওপর দায় চাপিয়ে বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে। তিনি বলেন, নিহত বুদ্ধিজীবীরা স্বাধীনতার পক্ষে থাকলেও বিদেশি আধিপত্যের বিরোধী ছিলেন।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে জামায়াতের এই নেতা প্রার্থীদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, শরিফ ওসমান হাদীকে একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হলেও রাষ্ট্রীয়ভাবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন বাধাগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চায়। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ কোনোভাবেই অসম সম্পর্ক বা কর্তৃত্বমূলক আচরণ মেনে নেবে না।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সম্পদ। তাঁদের স্মরণে রাজনৈতিক বিতর্ক নয়, বরং সর্বোচ্চ সম্মান ও ঐক্য প্রয়োজন।
ঢাকা মহানগর উত্তর জামায়াতের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় দলের নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলনসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন।