- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। কার্যক্রমের ওপর সরকারি নিষেধাজ্ঞা বহাল থাকলে দলটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত রয়েছে। তাই তারা দলীয় প্রতীক ব্যবহার করে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।”
নির্বাচন কমিশন সম্প্রতি জনপ্রতিনিধিত্ব আদেশ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়া অনুমোদন করেছে, যা আইন মন্ত্রণালয়ের মাধ্যমে অধ্যাদেশ আকারে কার্যকর হতে যাচ্ছে। খসড়ায় বলা হয়েছে, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ না হলেও সরকারের সিদ্ধান্তে কার্যক্রম স্থগিত থাকলে সেই দলের নিবন্ধন ও প্রতীকও স্থগিত থাকবে।
এদিকে, দলের নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি না—এমন প্রশ্নে ইসি সানাউল্লাহ বলেন, “এটি সময়ের বিষয়। তবে দলীয় প্রতীকের সুযোগ থাকবে না।” এ ছাড়া খসড়ায় পলাতক ঘোষণা করা ব্যক্তিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার প্রস্তাবও রাখা হয়েছে।
প্রসঙ্গত, গত ১২ মে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় সরকারের জারি করা গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর সব কার্যক্রম নিষিদ্ধ করা হয়। বিজ্ঞপ্তি অনুসারে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
এর ফলে দলটির রাজনৈতিক কার্যক্রম, সভা-সমাবেশ, গণমাধ্যমে প্রচারণা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপরও কঠোর নিষেধাজ্ঞা জারি রয়েছে।