- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। বুধবার রাত ৯টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানিয়েছেন, বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে বিদায়ী রাষ্ট্রদূত মেরি মাসদুপুই খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।