Tuesday, October 14, 2025

খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী ফরাসি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


ছবিঃ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত মেরি মাসদুপুই (সংগৃহীত)


স্টাফ রিপোর্টার | PNN:

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত মেরি মাসদুপুই। বুধবার রাত ৯টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানিয়েছেন, বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ছাড়াও সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে বিদায়ী রাষ্ট্রদূত মেরি মাসদুপুই খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন