Tuesday, October 14, 2025

ডাকসু নির্বাচন সামনে, আত্মবিশ্বাসী শিবিরপন্থী ভিপি প্রার্থী সাদিক কায়েম


ফাইল ছবিঃ শিবিরপন্থী ভিপি প্রার্থী সাদিক কায়েম (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির ঘোষিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নেমেছেন। দীর্ঘদিন পর প্রকাশ্য রাজনীতিতে সক্রিয় হয়ে এবার তিনি কেন্দ্রীয় ছাত্র রাজনীতির বড় মঞ্চে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এক সাক্ষাৎকারে সাদিক কায়েম জানান, গত এক বছরে তাঁরা শিক্ষার্থীদের আর্থিক, নিরাপত্তা ও একাডেমিক সংকট মোকাবিলায় পাশে ছিলেন। ফলে প্রচারে গিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন।

হল সংসদে প্যানেল না দেওয়ার কৌশল প্রসঙ্গে তিনি বলেন, জুলাই বিপ্লবের পর শিক্ষার্থীরা হলে সংগঠিত রাজনীতির বিরোধিতা করেছেন। তাই শিক্ষার্থীদের মতামতের বিরুদ্ধে না গিয়ে কেন্দ্রীয় নির্বাচনে অংশ নিচ্ছেন তাঁরা। তবে নির্বাচন ঘিরে বিভিন্ন হল থেকে যোগাযোগ আসছে বলেও দাবি করেন তিনি।

নারী শিক্ষার্থী ও জগন্নাথ হলের ভোটে শিবিরপন্থীদের দুর্বলতা রয়েছে—এমন ধারণা প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, “এটা অপপ্রচার। নারী শিক্ষার্থীদের ভোট আমাদের প্যানেলই সবচেয়ে বেশি পাবে। জগন্নাথ হলের শিক্ষার্থীরাও নেতৃত্বের সততা ও যোগ্যতার প্রতি আস্থা রাখবেন।”

নিজেদের শক্তির জায়গা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, তাঁদের প্যানেল বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রতিফলন। চাকমা সম্প্রদায়ের প্রতিনিধি থেকে শুরু করে হিজাবি-নন হিজাবি নারী, শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী—সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সমালোচকদেরও জায়গা দেওয়া হয়েছে প্যানেলে।

অভিযোগ করে তিনি বলেন, “আদর্শিকভাবে মোকাবিলা করতে না পেরে প্রতিদ্বন্দ্বীরা আমাদের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালাচ্ছে। কিন্তু আমরা কোনো বিষোদ্‌গারে যাচ্ছি না, শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস গড়ার রূপরেখা দেখাচ্ছি।”

আগামী নির্বাচনে জয় নিয়ে আশাবাদী সাদিক কায়েম বলেন, “জুলাই বিপ্লবের পর অনেক নেতৃত্ব দুর্নীতিগ্রস্ত হয়েছে। আমরা শিক্ষার্থীদের পাশে ছিলাম, আছি এবং থাকব। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা থামব না।”

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন