- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
বিএনপি জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করার প্রক্রিয়ার শেষ ধাপে পৌঁছেছে। আজ সোমবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক বসবে, যেখানে প্রায় ২০০ আসনে প্রাথমিকভাবে প্রার্থীর নাম চূড়ান্ত করা হতে পারে। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি অংশ নেবেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, স্থায়ী কমিটির বৈঠকের পর সাংগঠনিক টিমের সদস্যদের সঙ্গে পৃথক একটি সভা হবে। সেখানে অঞ্চলভিত্তিক প্রার্থীদের বিষয়ে আলোচনা করে তালিকা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হতে পারে। এই প্রক্রিয়ার মাধ্যমে বিএনপি জোটের শরিক দলগুলোর জন্য কিছু আসন রেখে একক প্রার্থী তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে।
গত কয়েক মাস ধরে বিএনপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনশ আসনে একাধিক জরিপের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা ও জনপ্রিয়তা যাচাই করেছেন। এ ছাড়া সাংগঠনিক টিমের মতামত সংগ্রহ করে সম্ভাব্য সংকটপূর্ণ আসনগুলোর বিষয়ে সরাসরি প্রার্থীদের সঙ্গে কথা বলেছেন তিনি।
দলের নেতাদের মতে, জুলাই জাতীয় সনদ ইস্যু এবং জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ নিয়ে সৃষ্টি হওয়া রাজনৈতিক পরিস্থিতিও আজকের বৈঠকে আলোচনায় আসবে। বিএনপি নেতৃত্ব মনে করছে, এখনই কোনো তড়িঘড়ি সিদ্ধান্ত বা রাজপথে প্রতিক্রিয়া জানানো দলীয় কৌশলের জন্য ক্ষতিকর হতে পারে। বরং নির্বাচনে অংশগ্রহণের পূর্ণ প্রস্তুতি নিয়ে সংগঠনকে ঐক্যবদ্ধ রাখা জরুরি।
দলের ভেতরের একটি সূত্র জানিয়েছে, জরুরি ভিত্তিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে লন্ডনে ডেকেছেন তারেক রহমান। ধারণা করা হচ্ছে, নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনার জন্যই তাঁকে ডাকা হয়েছে।
দলের এক জ্যেষ্ঠ নেতা বলেন, “বর্তমান প্রশাসনে জামায়াতঘনিষ্ঠ কর্মকর্তাদের প্রভাব বেড়েছে। এই পরিস্থিতিতে নির্বাচনে অংশ নিলে বিএনপি জনপ্রিয়তার ভিত্তিতে এগিয়ে থাকতে পারে, তবে প্রশাসনিক নিরপেক্ষতা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।”
আজকের বৈঠকে বিএনপি একদিকে নির্বাচনের কৌশল নির্ধারণ করবে, অন্যদিকে প্রাথমিকভাবে একক প্রার্থীদের তালিকা অনুমোদনের মাধ্যমে নির্বাচনমুখী যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে দলীয় সূত্রের ধারণা।