Friday, October 24, 2025

নির্বাচনী অ্যাপ উন্মুক্ত হবে প্রবাসী ভোটারদের জন্য, জানালেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ


প্রতীকী ছবিঃ নির্বাচন কমিশন (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

আগামী ১৬ নভেম্বর থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য নির্বাচনী অ্যাপ উন্মুক্ত করা হবে, যাতে তারা ভোট দেয়ার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। এই অ্যাপে থাকবে একটি ব্যালট, যেখানে ভোট দেয়ার প্রশ্ন থাকবে, 'আপনি ভোট দিতে চান কি না?' এবং ভোটের উত্তর হিসেবে 'হ্যাঁ' অথবা 'না' নির্বাচন করতে পারবেন।

বুধবার (২২ অক্টোবর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচনী প্রশিক্ষণ শুরুর অনুষ্ঠানে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি বলেন, নির্বাচন কমিশন এবার দেশের ইতিহাসে একটি দৃষ্টান্তমূলক নির্বাচন আয়োজন করতে চায় এবং তার জন্য আগেভাগেই নির্বাচনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

সানাউল্লাহ আরও বলেন, "এবারের নির্বাচন হবে একটি পাথেয় হয়ে থাকবে এবং এতে দেশের ভোটাররা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে পারবেন।"

এছাড়া, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে বলেন, তারা যেন কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার না করেন। সিইসি বলেন, "নির্বাচন কমিশন কোনোরকম চাপের সামনে মাথা নত করবে না এবং আইন অনুযায়ী কাজ করবে। বেআইনি নির্দেশনার বিরুদ্ধে কমিশন স্থির থাকবে।" এ সময় তিনি আরও বলেন, "আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকায় দেশের পরিস্থিতি এতো খারাপ হয়েছে। আইন মেনে কাজ করতে হবে, যাতে সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়।"

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, "৫ আগস্টের পর দেশের প্রশাসনিক অস্থিতিশীলতা কাটিয়ে উঠেছে। এবার নির্বাচনে ভালো কাজ করলে পুরস্কৃত হবেন ম্যাজিস্ট্রেটরা।" তিনি যোগ করেন, "এবারের নির্বাচনে সুষ্ঠু দায়িত্ব পালনের মাধ্যমে নির্বাচন কর্মকর্তারা একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন।"

এছাড়া, কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, "নির্বাচনে যদি দুর্নীতি বা অনিয়ম ঘটে, তাহলে পুরো বিশ্বে নির্বাচন কমিশনকে নিন্দিত হতে হবে।" তিনি সতর্ক করে বলেন, "এটি একটি বড় পরীক্ষা, ভালো নির্বাচন করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।"

এ সময় নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বলেন, "আগের নির্বাচনের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার সঠিক প্রশিক্ষণ নিতে হবে।" তিনি আরও বলেন, "আগের নির্বাচন সবাই মিলে নষ্ট করেছি, এবার সেই ভুলের পুনরাবৃত্তি না করতে হবে।" এই অনুষ্ঠানে আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, যেমন আইনশৃঙ্খলা রক্ষা, ভোট বাক্সের নিরাপত্তা এবং নির্বাচনী ব্যবস্থাপনা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন