Friday, December 5, 2025

নির্বাচনী জোট গঠনে অচলাবস্থা: এনসিপি নেতৃত্বাধীন আলোচনা আপাতত স্থগিত


ফাইল ছবিঃ উপরে বাঁ থেকে নাহিদ ইসলাম ও মজিবুর রহমান; নিচে বাঁ থেকে হাসনাত কাইয়ূম ও নুরুল হক (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি), গণ অধিকার পরিষদ, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এই পাঁচ দলের সম্ভাব্য নির্বাচনী জোটের আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে। কয়েক দফা দীর্ঘ বৈঠক সত্ত্বেও পক্ষগুলো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় জোটের ঘোষণার পরিকল্পনাও আপাতত থমকে গেছে।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে জোটটির আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল বুধবার গভীর রাত পর্যন্ত চলা আলোচনায় কয়েকটি বিষয়ে মতপার্থক্য চূড়ান্ত সিদ্ধান্তকে জটিল করে তোলে।

এনসিপির নির্বাহী কাউন্সিলের বৈঠকে জোটে ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের একটি অংশের উদ্যোগে গঠিত প্ল্যাটফর্ম “আপ বাংলাদেশ”কে যুক্ত করা নিয়ে তীব্র আপত্তি ওঠে। কাউন্সিলের অধিকাংশ সদস্য মনে করেন, এ ধরনের সংগঠনকে আনলে জোটের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়তে পারে।

অন্যদিকে, গণ অধিকার পরিষদের নেতাদের একটি অংশ জোটে যোগ দেওয়ার প্রয়োজনীয়তা ও সময় নির্বাচন নিয়ে দ্বিধায় রয়েছে। দলের কিছু নেতা মনে করেন, রূপরেখা স্পষ্ট না থাকায় এখনই জোট ঘোষণা ঠিক হবে না।

বুধবার সন্ধ্যা থেকে রাতভর রাজধানীর বাংলামোটরে এনসিপি এবং গণ অধিকার পরিষদের নেতাদের মধ্যে আলোচনা হয়। এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেনসহ কয়েকজন মুখ্য সংগঠক। গণ অধিকারের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ শীর্ষ নেতারা।

বৈঠকে গণ অধিকারের নেতারা জানতে চান, জোটের কাঠামো বা রূপরেখা তৈরি হয়েছে কি না। এনসিপির নেতারা জানান, প্রস্তাবিত কাঠামো এখনো চূড়ান্ত হয়নি। এই অবস্থায় জোট ঘোষণা নিয়ে গণ অধিকারের কয়েক নেতা প্রশ্ন তোলেন এবং আরও সময় নিয়ে আলোচনা চালানোর পক্ষে মত দেন।

রাত একটার দিকে এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারাও আলোচনায় যুক্ত হন। তবে রাত সাড়ে তিনটা পর্যন্ত বৈঠক চললেও কোনো বিষয়ে ঐকমত্য না আসায় বৈঠক সিদ্ধান্ত ছাড়া শেষ হয়।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, “পাঁচটি দলের সমন্বয়ে জোট গঠনের আলোচনা চলছে। লক্ষ্য হচ্ছে একটি শক্তিশালী নির্বাচনী জোট গঠন। জোট হলে তা নির্বাচনের তফসিল ঘোষণার আগেই ঘোষণা করা হবে।”

এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন আজ সকালে জানান, “আজ জোট ঘোষণার কোনো পরিকল্পনা নেই। আলোচনা অব্যাহত রয়েছে। সিদ্ধান্ত হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।”

বৈঠকে অংশ নেওয়া এক নেতার মতে- “আপ বাংলাদেশ”কে অন্তর্ভুক্ত করা নিয়ে এনসিপির নেতিবাচক অবস্থান, গণ অধিকার পরিষদের ভেতর জোটে যোগ দেওয়া নিয়ে মতভেদ এই দুই কারণে প্রক্রিয়াটি স্থগিত হয়ে গেছে।

নেতারা জানান, নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত সময় আছে। সেই সময়ের মধ্যে আলোচনা সফল হলে নতুন জোটের ঘোষণা দেওয়া হতে পারে। তবে আপাতত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন