Tuesday, October 14, 2025

নির্বাচন পর্যন্ত বিশেষ অভিযান চলবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী


ছবিঃ স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী (সংগৃহীত)

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের যেকোনো সময়ের চেয়ে ভালো এবং আইনশৃঙ্খলা বাহিনী বর্তমানে অনেক বেশি শক্তিশালী ও সক্রিয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চলমান থাকবে।

সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "সরকার যেকোনো সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে। শুধু সন্ত্রাস নয়, মাদকবিরোধী অভিযানও এখন আমাদের কার্যক্রমের অংশ। আইনশৃঙ্খলা বাহিনী এই দুই ক্ষেত্রে একযোগে অভিযান পরিচালনা করছে।"

আগামীকাল ৫ আগস্ট 'পতন ও পলায়ন দিবস' উপলক্ষে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলেও আশ্বস্ত করেন তিনি। বলেন, "আমরা গোয়েন্দা ও মাঠপর্যায়ের সব বাহিনীকে প্রস্তুত রেখেছি। কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঘটার আশঙ্কা নেই।"

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দায়িত্ব নেওয়ার সময় দেশের নিরাপত্তা ব্যবস্থায় এক ধরনের স্থবিরতা দেখা গিয়েছিল। বিশেষ করে পুলিশ বাহিনীর মনোবল অনেক নিচে ছিল। তিনি বলেন, "আমরা সেই ভিন্ন ও চ্যালেঞ্জিং পরিস্থিতি থেকে পুলিশ বাহিনীকে পুনর্গঠন করেছি। এখন তারা অনেক বেশি কার্যকর, সংগঠিত ও সক্ষম।"

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, "সবক্ষেত্রে শতভাগ সফল না হলেও আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছি। আইনশৃঙ্খলা রক্ষায় সরকার, প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর মধ্যে একটি সুসমন্বয় গড়ে উঠেছে।"

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা সর্বসাধারণকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং বলেন, "নির্বাচন ঘিরে কেউ যেন অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।"

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন