Tuesday, October 14, 2025

নিরপেক্ষ নির্বাচনের দাবি জামায়াতের, ‘নতুন ফ্যাসিবাদ ঠেকাতে সংস্কার জরুরি’ বললেন গোলাম পরওয়ার


ছবিঃ সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে গণতন্ত্রের টেকসই উন্নয়ন ও নতুন ধরনের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার উত্থান ঠেকাতে প্রয়োজন নিরপেক্ষ নির্বাচন এবং রাজনৈতিক সংস্কার — জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শুক্রবার (১ আগস্ট) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় অনুষ্ঠিত হয় ‘জুলাই চব্বিশের গণ-অভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক এক জাতীয় সেমিনার। একই অনুষ্ঠানে উন্মোচন করা হয় ‘দ্বিতীয় স্বাধীনতার শহীদ ও আহত যারা’ বইয়ের ইংরেজি ও আরবি সংস্করণ।

সেমিনারে গোলাম পরওয়ার বলেন, “বাংলাদেশের জনগণ এখন অনেক বেশি সচেতন ও সজাগ। একনায়কতন্ত্রের বিরুদ্ধে জনগণের দীর্ঘ আন্দোলনই এর প্রমাণ।” তিনি আরও বলেন, “নতুন করে কোনো ফ্যাসিবাদী ব্যবস্থা দেশে যেন মাথাচাড়া না দিতে পারে, সে জন্য আমাদের দরকার একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা।”

গোলাম পরওয়ার জানান, ২০২৪ সালের জানুয়ারি থেকে সাধারণ মানুষ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে। সেই ধারা জুন মাস থেকে রাস্তায় বিক্ষোভে রূপ নেয় এবং জুলাই মাসে তা গণ-অভ্যুত্থানে রূপান্তরিত হয়। “এই আন্দোলন শুধু ক্ষমতাবদলের দাবি নয়, এটি একটি কাঠামোগত রাষ্ট্র সংস্কারের দাবি,” বলেন তিনি।

জামায়াতের এই নেতা বলেন, “শুধু আন্দোলন বা নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘমেয়াদে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ গণতন্ত্র, জবাবদিহিতা ও নৈতিক নেতৃত্ব গড়ে তোলার সংস্কার গড়ে তোলা অত্যন্ত জরুরি।” তিনি বলেন, “জুলাইয়ের অর্জনকে টেকসই করতে হলে রাষ্ট্রের মৌলিক সংস্কার, বিচারব্যবস্থার স্বাধীনতা এবং রাজনৈতিক ঐক্য অপরিহার্য।”

সেমিনারে আলোচিত হয় ‘দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধ’ বলে পরিচিত ২০২৪ সালের জুলাইয়ের আন্দোলনের পটভূমি ও ফলাফল। জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, ওই আন্দোলনে বহু মানুষ শহীদ ও আহত হয়েছেন। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই প্রকাশিত হয়েছে বইটি, যার ইংরেজি ও আরবি সংস্করণ উন্মোচন করা হয় এদিন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন