- ২৫ অক্টোবর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | নেত্রকোনা:
শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় নেত্রকোনা শহরের বড়বাজার শাহী মসজিদের সামনে সংঘটিত হয় একটি ব্যাপক বিক্ষোভ। জেলা খেলাফত আন্দোলন এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে আয়োজন করে, যেখানে তারা ইসকন ধর্ম প্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানান। সংগঠনের নেতৃবৃন্দ তাদের বক্তব্যে দাবি করেন, ইসকন বাংলাদেশে উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করে দেশের শান্তি বিঘ্নিত করছে।
বিক্ষোভের সময় খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আব্দুর রহীম রুহী প্রধান অতিথির বক্তব্যে বলেন, "ইসকন দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করছে এবং সম্প্রতি গাজীপুরে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, যা দেশবাসীকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে।" তিনি আরও দাবি করেন, চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ডের পেছনেও ইসকনের হাত রয়েছে এবং তারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে বিদেশি ইন্ধনে কাজ করছে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইসলাম ঐক্যজোটের জেলা সভাপতি মাওলানা শরিফ উদ্দিন, হেফাজতে ইসলামের সদস্য সচিব মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা মুস্তাফা জেহাদী, মুফতি আরিফুজ্জামান, মাওলানা আতাউর রহমান কমলপুরী প্রমুখ।
পরে, একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বারহাট্টা রোডস্থ জামিয়া ইসলাম উলুম মাদ্রাসার সামনে গিয়ে শেষ হয়।
মাওলানা গাজী রহীম তার বক্তব্যে আরও বলেন, “গাজীপুরের মাদ্রাসা ছাত্রী ধর্ষণ এবং টঙ্গীতে ইমামকে গুম করার ঘটনা সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, এসব ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির আওতায় আনা হোক এবং ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ করা হোক।”
এ সময়, নেতৃবৃন্দ দেশের নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মীয় স্বাধীনতা বজায় রাখার জন্য সরকারের প্রতি দৃঢ় পদক্ষেপের দাবি জানান।