- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় আন্তর্জাতিক নারী পাচারের সন্দেহে এক চীনা নাগরিক ও তার স্থানীয় সহযোগীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কেন্দুয়া পৌরসভার কমলপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন—চীনের নাগরিক লি উইহাও এবং তার সহযোগী স্থানীয় বাসিন্দা মো. ফরিদুল ইসলাম।
পুলিশ জানায়, গাজীপুরের একটি গার্মেন্টস কারখানায় কর্মরত এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে লি উইহাওয়ের সঙ্গে বিয়ে দেন ফরিদুল ইসলাম। পরে তরুণীকে চীন পাঠানোর পরিকল্পনা করা হয় এবং তার পাসপোর্টও তৈরি করা হয়। এতে বিয়ের মাধ্যমে নারীদের বিদেশে পাচারের প্রমাণ মেলায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করে পুলিশ।
কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, আটক ব্যক্তিরা বর্তমানে থানায় হেফাজতে আছেন। ঘটনার বিষয়ে তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।