- ১৩ অক্টোবর, ২০২৫
আন্তর্জাতিক ডেস্ক |PNN
রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের খেরসনে অন্তত দুইজন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪৯ বছর বয়সী এক নারী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রাণ হারান। এর একদিন আগে দেশজুড়ে রুশ আক্রমণে ছয়জন নিহত হয়েছিলেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, উত্তর সীমান্তবর্তী সুমি অঞ্চলে ইউক্রেনীয় সেনারা অগ্রগতি অর্জন করছে এবং দোনেৎস্ক ও খারকিভে রুশ বাহিনী বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।
ইউক্রেনীয় সেনারা দাবি করেছে, দক্ষিণ-পূর্ব দ্নিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ফিলিয়া গ্রাম পুনর্দখল করেছে তারা। পাশাপাশি তারা একটি রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং গত এক দিনে বিভিন্ন ধরনের ১৬৪টি ড্রোন ভূপাতিত করেছে।
এছাড়া ইউক্রেন রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলের কিরিশি তেল শোধনাগারে হামলা চালিয়ে বিস্ফোরণ ও আগুন ধরানোর দাবি করেছে। রুশ গভর্নর আলেকজান্ডার দ্রজদেনকো জানিয়েছেন, ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার কারণে অগ্নিকাণ্ড ঘটে এবং তা দ্রুত নিভিয়ে ফেলা হয়।
রাশিয়ার লেনিনগ্রাদ অঞ্চলে নাশকতার কারণে দুটি ট্রেন লাইনচ্যুত হয়, যেখানে এক চালক হাসপাতালে নেওয়ার পথে মারা যান। একইসঙ্গে, ওরিওল অঞ্চলে রেললাইনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে তিনে দাঁড়িয়েছে, যাদের সবাই রুশ ন্যাশনাল গার্ড সদস্য। ইউক্রেন ওই বিস্ফোরণের দায় স্বীকার করেছে, তবে লেনিনগ্রাদের ঘটনার দায় অস্বীকার করেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তারা ৩৬১টি ইউক্রেনীয় ড্রোন ও চারটি মার্কিন তৈরি হিমার্স ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম হয়েছে।
এদিকে দোনেৎস্কের রুশ নিয়ন্ত্রিত হরলিভকা শহরে ইউক্রেনীয় হামলায় পাঁচজন আহত হয়েছেন বলে স্থানীয় রুশ নিযুক্ত কর্মকর্তা জানিয়েছেন।
অন্যদিকে, রাশিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, আঞ্চলিক গভর্নর নির্বাচনের সময় তাদের ডিজিটাল অবকাঠামোয় “অভূতপূর্ব সাইবার হামলা” হয়েছে।
আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, রাশিয়ার ওপর তিনি নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুত, তবে ইউরোপকে আরও কঠোর অবস্থান নিতে হবে। এ ছাড়া রোমানিয়া রুশ ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করায় মস্কোর রাষ্ট্রদূতকে তলব করেছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের নতুন সভাপতি আনালেনা বেয়ারবক শান্তিচুক্তি হলে সেটি রক্ষায় শান্তিরক্ষীদের ভূমিকার কথা উল্লেখ করেছেন। অন্যদিকে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনে বিদেশি সেনা পাঠানোর দাবি জানিয়ে বলেন, ইউক্রেনকে রক্ষা করতে হলে ইউরোপকে আরও সক্রিয় হতে হবে।