Tuesday, October 14, 2025

স্পেনে দ্বিতীয় দফা বাণিজ্য আলোচনা বসছে যুক্তরাষ্ট্র–চীন; রাশিয়া ইস্যুতে বাড়ছে উত্তেজনা


ছবিঃ চীনের ভাইস প্রিমিয়ার হে লিফেং ১৪ সেপ্টেম্বর ২০২৫-এ স্পেনের মাদ্রিদে সান্তা ক্রুজ প্যালেসে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের সঙ্গে বৈঠক শেষে বের হচ্ছেন (সংগৃহীত । লুইজা ভ্রাদি/রয়টার্স )

আন্তর্জাতিক ডেস্ক |PNN 

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীন স্পেনের রাজধানী মাদ্রিদে দ্বিতীয় দিনের মতো বাণিজ্য আলোচনায় বসছে। সোমবার সান্তা ক্রুজ প্যালেসে শুরু হবে এ বৈঠক, যা চলবে বুধবার পর্যন্ত। রবিবার প্রথম দিনে ছয় ঘণ্টাব্যাপী আলোচনা হয়।

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, আর চীনের হয়ে নেতৃত্ব দিচ্ছেন ভাইস–প্রিমিয়ার হে লিফেং। উভয়পক্ষের লক্ষ্য চলমান শুল্ক যুদ্ধ কমিয়ে একটি সমন্বিত বাণিজ্য চুক্তিতে পৌঁছানো।

আলোচনার পটভূমিতে রয়েছে চীনের রাশিয়ার কাছ থেকে তেল কেনার বিষয়টি, যা নিয়ে ওয়াশিংটন ক্ষুব্ধ। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্রদের আহ্বান জানিয়েছেন চীনা পণ্যে ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করার জন্য, যাতে মস্কোর ওপর চাপ সৃষ্টি করা যায়। ইতোমধ্যে ভারতীয় পণ্যে শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করেছেন ট্রাম্প।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই অবশ্য সতর্ক করে বলেছেন, এ ধরনের নিষেধাজ্ঞা কেবল ইউক্রেন সংকটকে আরও জটিল করে তুলবে। একই সঙ্গে বেইজিং নতুন করে মার্কিন চিপ শিল্প খাতে দুটি তদন্ত শুরু করেছে। এর একদিন আগে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় আরও ২৩টি চীনা প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে।

বিশ্লেষকদের মতে, আলোচনায় কিছুটা অগ্রগতি হলেও রাশিয়া ও প্রযুক্তি নিয়ন্ত্রণ ইস্যুতে দুই দেশের বিরোধ ভবিষ্যতের সম্পর্ককে আরও অনিশ্চিত করে তুলছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন