Tuesday, October 14, 2025

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৫, দোহায় জরুরি বৈঠকে আরব-ইসলামী নেতারা


ছবিঃ ইসরায়েলি হামলায় গাজা সিটির আরও ভবন ধ্বংস, ব্যাপক বাস্তুচ্যুতি বাধ্য করছে (সংগৃহীত)

আন্তর্জাতিক ডেস্ক |PNN 

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর টানা হামলায় নতুন করে অন্তত ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাজা সিটির ১৬ জন এবং ছয় বছরের জমজ শিশুও রয়েছে। সোমবার ভোর থেকে শুরু হওয়া এ হামলায় বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস হয়েছে।

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর প্রধান ফিলিপ লাজারিনি জানিয়েছেন, গত চার দিনে সংস্থার অন্তত ১০টি ভবনে ইসরায়েলি হামলা চালানো হয়েছে। এতে মানবিক সহায়তা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এদিকে গত সপ্তাহে কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার পর আজ সোমবার সেখানে জড়ো হয়েছেন আরব ও মুসলিম বিশ্বের নেতারা। বৈঠকে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ অবস্থান ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান অব চিফ অব স্টাফ এয়াল জামির সংসদীয় কমিটিকে জানিয়েছেন, গাজায় পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রী এখনও সেনাদের কাছে স্পষ্ট দিকনির্দেশনা দেননি।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আজ জেরুজালেমে একটি বিতর্কিত ভূগর্ভস্থ টানেল উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। এই টানেল ফিলিস্তিনের সিলওয়ান এলাকায় খনন করে সরাসরি ইহুদি ধর্মীয় স্থানে পৌঁছানো যাবে, যা নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।

গাজায় চলমান হামলা ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া ফিলিস্তিনি সংকটকে আরও জটিল আকারে সামনে নিয়ে আসছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন