Friday, December 5, 2025

নেত্রকোনায় এনসিপি নেতার বাড়ির গেটে আগুন, রাজনৈতিক উত্তেজনার শঙ্কা


ছবিঃ এনসিপি নেতার বাড়ির গেটে আগুন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | নেত্রকোনা:

নেত্রকোনার সদর উপজেলার গজিনপুর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) প্রীতম সোহাগের বাড়ির গেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রীতম সোহাগের দাবি, রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি করার উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এ আগুন লাগিয়েছে।

প্রীতম সোহাগ জানান, “রাত ১২টার দিকে কে বা কারা বাড়ির ফটকের সামনে আগুন দিয়েছে। এতে আমার স্ত্রীর স্যান্ডেল ও পাপোশ পুড়ে গেছে। এছাড়া বিদ্যুতের কার্ড মিটারের ক্ষতি হয়েছে। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি, আগুন দ্রুত নিভে গেছে।”

তিনি আরও জানান, ঘটনার খবর সোমবার সকাল ছয়টায় তিনি জানতে পারেন। তিনি বলেন, “গত রাত জেলা শহর থেকে স্ত্রীকে নিয়ে বাড়িতে এসে রাত ১০টার দিকে গেট বন্ধ করে ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে লোকজন আমাকে ডেকে জানায় যে আগুন ধরানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পেট্রল ঢেলে আগুন ধরানো হয়েছে। বাড়ি থেকে কিছুটা দূরে আমার চাচাতো ভাই এনামুল হকের মুদি দোকান থেকে দেখা গেছে, তিনজন ব্যক্তি একটি মোটরসাইকেলে বের হয়েছে। সম্ভবত তারা আগুন লাগিয়েছে।”

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, “এনসিপি নেতার বাড়ির ফটকে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা এই ঘটনার পেছনে রাজনৈতিক প্রেক্ষাপটের সম্ভাবনাকে উল্লেখ করছেন। পুলিশ ঘটনার সঠিক কারণ উদঘাটনের চেষ্টা করছে এবং পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন