- ১৩ অক্টোবর, ২০২৫
নাটোরের লালপুর উপজেলায় পদ্মা নদীতে সাঁতার শেখার সময় দুই মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার নওপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নওপাড়া হাজী আফছার আলী মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার কয়েকজন ছাত্রকে নিয়ে শিক্ষক পদ্মা নদীতে সাঁতার শেখানোর জন্য বের হন। এ সময় ১২ বছর বয়সী রাব্বানি ও মো. ফরিদ আলী নদীর প্রবাহে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়ে যায়।
নিখোঁজ রাব্বানি ময়মনসিংহ সদরের রবিন আলীর ছেলে। সে নওপাড়ায় নানার বাড়িতে থেকে মাদ্রাসায় পড়াশোনা করত। অপর নিখোঁজ ফরিদ আলী নওপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
ঘটনার খবর পেয়ে লালপুর ফায়ার সার্ভিস ও থানা পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও তাদের কোনো সন্ধান মেলেনি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান জানান, "ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুই শিক্ষার্থীকে উদ্ধারের জন্য উদ্ধারকাজ চলছে। রাজশাহি থেকে ডুবুরি দল আসছে, তারা উদ্ধারে অংশ নেবে।"
স্থানীয়রা শিশুদের নিরাপত্তা এবং নদীতে সাঁতার শেখানোর সময় পর্যবেক্ষণ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।