Friday, December 5, 2025

নারায়ণগঞ্জের শিমরাইলে পার্কিং করে রাখা মিনিবাসে আগুন


ছবি: রায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং করে রাখা একটি মিনিবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। ঢাকা 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় সড়ক ও জনপদ (সওজ) কার্যালয়ের সামনে পার্কিং করে রাখা নাফ পরিবহণের একটি মিনিবাসে আগুন লেগেছে।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, মিনিবাসটি শুক্রবার (১৪ নভেম্বর) রাতে চালক সেখানে পার্কিং করে রেখে যান। শনিবার সকালে হঠাৎ বাসটিতে আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে বাসের সিট পুড়ে গেলেও, সেখানে চালক বা যাত্রী কেউ উপস্থিত না থাকায় কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

ওসি শাহিনূর আলম আরও জানান, আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি—এটি যান্ত্রিক ত্রুটি না অন্য কোনো কারণে ঘটেছে তা তদন্ত শেষে জানা যাবে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন