Monday, January 19, 2026

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এ নতুন চমক: অর্চিতা স্পর্শিয়া যুক্ত হলো সিরিয়ালে


ছবিঃ নির্মাতা কাজল আরেফিনের সঙ্গে অর্চিতা স্পর্শিয়া। (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ওয়েব সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ এর পঞ্চম সিজনে দর্শকদের জন্য হাজির হয়েছে নতুন চমক। ব্যাচেলর ফ্ল্যাটে কাবিলা, হাবু ও পাশাদের সঙ্গে এবার দেখা যাচ্ছে নতুন চরিত্র অর্চিতা স্পর্শিয়াকে। নির্মাতা জানিয়েছেন, এই চরিত্র দর্শকদের জন্য বিশেষ আকর্ষণ যোগ করবে।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে একটি রহস্যময় পোস্টের মাধ্যমে নির্মাতা চমকের ইঙ্গিত দিয়েছিলেন। সেই পোস্টে অভিনেত্রীর মুখ দেখা যায়নি, তবে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। নির্মাতা কাজল আরেফিন জানান, “‘ব্যাচেলর পয়েন্ট’–এর নতুন চমক হল স্পর্শিয়া।”

অর্চিতা স্পর্শিয়া গণমাধ্যমকে বলেন, “কয়েক বছর ধরে আমি সিরিয়াস ধারার কাজ করেছি। এবার চাচ্ছিলাম ফান ও কমেডি ধরার কিছু কাজ করতে। ‘ব্যাচেলর পয়েন্ট’ টিমের কল পেলেই সঙ্গে সঙ্গে হ্যাঁ বলেছি। এটি একটি জনপ্রিয় ব্র্যান্ড, তাই দর্শকদের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ আরও বাড়বে।”

তিনি আরও বলেন, “কাজল আরেফিন অমি ভাইয়ের সঙ্গে আগে কখনো কাজ হয়নি। তিনি একজন মেধাবী পরিচালক। সব শিল্পীই ভালো পরিচালকের সঙ্গে কাজ করতে চান। আশা করি আমাদের এই কলাবরেশনে শক্তিশালী কিছু তৈরি হবে। বাকিটা দর্শকরা জানাবে।”

কাজল আরেফিনও বলেন, “‘ব্যাচেলর পয়েন্ট’-এ পুরুষ চরিত্রগুলো বেশি দেখা যায়। বিগত সিজনে নারী চরিত্রগুলো দর্শকদের মধ্যে খুব জনপ্রিয় হয়েছে। সিজন ফাইভে নতুন চরিত্রের প্রয়োজন হওয়ায় স্পর্শিয়াকে যুক্ত করা হয়েছে।”

সিরিয়ালে ইতিমধ্যেই অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, এরফান মৃধা শিবলু, পাভেল, আবদুল্লাহ রানা ও মনিরা মিঠু প্রমুখ।

‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গর-এ সম্প্রচারিত হচ্ছে। পরবর্তীতে এটি চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলেও পাওয়া যাবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন