Monday, January 19, 2026

শ্রেয়া ঘোষালের কনসার্টে বিশৃঙ্খলা, দুই দর্শক অজ্ঞান


ফাইল ছবিঃ শ্রেয়া ঘোষাল (সংগৃহীত)

স্টাফ রিপোর্টার | PNN: 

ভারতের ওডিশার কটকে অনুষ্ঠিত জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালের কনসার্টে প্রচণ্ড ভিড়ের কারণে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। এতে অন্তত দুইজন দর্শক অজ্ঞান হয়ে পড়েন। স্থানীয় পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে। ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে, কনসার্ট মঞ্চ ও দর্শকসারির মাঝের স্থাপিত ব্যারিকেডের কাছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কনসার্ট শুরুর আগেই হাজারো দর্শক মঞ্চের চারপাশে জমায়েত হয়ে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে এক নারীসহ দুজন অজ্ঞান হয়ে পড়ে। তাদের প্রথমে ফার্স্ট এইড সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য কাছের হাসপাতালে নেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও আয়োজকরা দ্রুত অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করেন। স্থানীয় পুলিশ কমিশনার এস দেব দত্ত সিংও ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন।

কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভিড় নিয়ন্ত্রণে কিছু ত্রুটি থাকায় পুলিশকে হালকা লাঠিপেটা করতে হয়েছে। এতে অনেক দর্শক অজ্ঞান হয়ে পড়েন। তবে কোনো গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পুলিশ জানায়, এক ব্যক্তি সামান্য আঘাত পেয়েছেন এবং তিনি স্থিতিশীল আছেন।

এই কনসার্টটি ৫ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলা ‘বালি যাত্রা উৎসব’ এর অংশ হিসেবে আয়োজন করা হয়েছিল। উৎসবটি ওড়িশার সমুদ্রযাত্রার ঐতিহ্য স্মরণে পালিত ‘বইতা বন্দনা’, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাণিজ্য মেলা এবং তারকাদের উপস্থিতির মাধ্যমে লাখো মানুষকে আকর্ষণ করেছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন