- ১৩ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ঢাকা
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১১ লাখ ৩৮ হাজার টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সোয়া ১১টায় বান্দরবান জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আবদুর রহমান।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) গভীর রাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের সীমান্তঘেঁষা ওয়াচ্ছাখালী এলাকায় জাল টাকা লেনদেনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় নূরুল ইসলামের একটি দোকানের সামনে জাল নোট হাতবদলের মুহূর্তে তিনজনকে আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন হাবিব উল্লাহ (১৯), উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১ (ইস্ট ব্লক) এলাকার বাসিন্দা, আলী জোহার (২৮) এবং মো. আবুল হাশেম (৩২), দুজনই কুতুপালং পশ্চিম পাড়ার বাসিন্দা। পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে হাবিব উল্লাহ ও আলী জোহার সম্পর্কে সহোদর ভাই এবং মো. আবুল হাশেম পেশায় সিএনজি চালক।
পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে জাল নোটের কারবার চালিয়ে আসছিল। উদ্ধারকৃত জাল নোট কোথায় তৈরি হয়েছে দেশের ভেতরে নাকি সীমান্তের বাইরে তা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার মো. আবদুর রহমান বলেন, জাল নোট চক্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং চক্রটির পেছনের মূল হোতাদের শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে।