Wednesday, January 14, 2026

দর্শনা সীমান্ত দিয়ে ১৪ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন


ছবিঃ ১৪ ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক। চুয়াডাঙ্গার 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা নীমতলা সীমান্ত এলাকা দিয়ে রাতের আঁধারে ১৪ জন ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৬ ডিসেম্বর) গভীর রাতে।

স্থানীয় সূত্রে জানা যায়, নদীয়া জেলার গেদে সীমান্তে কাঁটাতারের একটি গেট খুলে বিএসএফ সদস্যরা ওই ১৪ জনকে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করতে বাধ্য করে। সীমান্ত এলাকা থেকে তারা প্রায় চার কিলোমিটার হেঁটে দর্শনা এলাকায় পৌঁছান। বাংলাদেশে কোনো আত্মীয়স্বজন বা পরিচিত ঠিকানা না থাকায় তারা বিভিন্ন জায়গায় আশ্রয়ের চেষ্টা করেও ব্যর্থ হন।

একপর্যায়ে শুক্রবার রাতে দর্শনা বাসস্ট্যান্ডে তাদের অবস্থানের বিষয়টি স্থানীয়দের নজরে আসে। আশ্রয় না পেয়ে তারা বাসস্ট্যান্ড এলাকায় অস্থায়ীভাবে একটি তাবু টাঙিয়ে রাত কাটান।

পুশইন হওয়া ব্যক্তিরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তারা হিন্দি ভাষাভাষী এবং নিজেদের মুসলিম পরিচয় দিয়ে জানান, তারা ভারতের উড়িষ্যা রাজ্যের স্থায়ী বাসিন্দা। তাদের দাবি, উড়িষ্যায় নিজস্ব বসতভিটা থাকা সত্ত্বেও ভারতীয় পুলিশ তাদের বাংলাদেশি সন্দেহে আটক করে। এ সময় তাদের আধার কার্ড ও রেশন কার্ড জব্দ করা হয়। পরে তাদের প্রায় এক মাসের বেশি সময় কারাগারে রাখা হয়। কয়েক দিন আগে তাদের কলকাতায় আনা হয় এবং সেখান থেকেই গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করা হয়।

ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তানভীর অনিকসহ স্থানীয় কয়েকজন মানবিক সহানুভূতি নিয়ে এগিয়ে আসেন। তারা রাতের দিকে শীতবস্ত্র ও খাবার সরবরাহ করেন এবং নিরাপদ স্থানে অবস্থানের ব্যবস্থা করেন।

খবর পেয়ে দর্শনা থানা পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই ১৪ জনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, পুশইন হওয়া কয়েকজন শারীরিকভাবে অসুস্থ থাকায় তাদের আগে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসা শেষে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন