- ১৪ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। ফরিদগঞ্জ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এ ঘটনায় দোকানের ভেতরে আটকা পড়ে সাব্বির হোসেন (১৫) নামে এক কিশোর কর্মচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের সাহার বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সাব্বির একই ইউনিয়নের শালদহ গ্রামের আরিফ হোসেনের ছেলে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সাহার বাজারের জয়নাল আবেদীনের ভ্যারাইটিজ স্টোরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের আরও তিনটি দোকানে ছড়িয়ে পড়ে এবং পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের সময় ভ্যারাইটিজ স্টোরের ভেতরে কর্মরত অবস্থায় ছিলেন কিশোর সাব্বির হোসেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তিনি দোকান থেকে বের হতে পারেননি এবং ঘটনাস্থলেই আগুনে পুড়ে তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফরিদগঞ্জ ও পার্শ্ববর্তী হাজিগঞ্জ উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে জয়নাল আবেদীনের ভ্যারাইটিজ স্টোর, ইমান হোসেনের ওষুধের দোকান, নজরুলের মাছের খাদ্যের দোকান এবং জহিরের ওয়ার্কশপসহ চারটি প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মালামাল পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
পরে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত কিশোরের মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।