- ১৪ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক। সিলেট
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের মধ্যকার ম্যাচ শুরু হতে তখনো প্রায় ২০ মিনিট বাকি। দুই দলের খেলোয়াড়রা মাঠের দুই প্রান্তে ওয়ার্ম আপে ব্যস্ত ছিলেন, সঙ্গে উপস্থিত ছিলেন কোচিং স্টাফের সদস্যরাও।
এমন সময় হঠাৎ অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। মুহূর্তের মধ্যেই তাঁকে ঘিরে জটলা তৈরি হয়। দ্রুত সিপিআর দিয়ে তাঁকে নিকটস্থ সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে দুপুর ১টার দিকে তাঁর মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ মাহবুব আলী জাকির মৃত্যুর বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) নিশ্চিত করেছে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, প্রাথমিকভাবে হার্ট অ্যাটাককেই মৃত্যুর কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। একই তথ্য নিশ্চিত করেছে ঢাকা ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।
ঘটনার পরপরই স্টেডিয়ামে শোকের আবহ নেমে আসে। ম্যাচ চলাকালীন সময়েই মাহবুব আলী জাকির মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়ে, যা খেলোয়াড়, কর্মকর্তা ও দর্শকদের গভীরভাবে নাড়া দেয়। রাজশাহীর বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে নামা ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়দের মধ্যেও স্পষ্ট ছিল শোক ও স্তব্ধতা।
ক্রিকেটাঙ্গনের পরিচিত মুখ মাহবুব আলী জাকি ছিলেন একজন নিবেদিতপ্রাণ কোচ। মাঠের মধ্যেই তাঁর আকস্মিক মৃত্যু বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করল।