- ১৪ জানুয়ারি, ২০২৬
PNN খুলনা প্রতিনিধি:
খুলনার বিভিন্ন নামকরা স্কুল ও কলেজের ২০০৭ ও ২০০৯ ব্যাচের বন্ধুদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে G2G 07/09 বন্ধুদের রিউনিয়ন ২০২৫। শুক্রবার শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ মিলনমেলায় অংশ নেন পাঁচ শতাধিক বন্ধু ও তাঁদের পরিবার-পরিজন।
সকাল সাড়ে ৯টায় গ্র্যান্ড র্যালির মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ছিল সকালের নাস্তা ও দীর্ঘদিন পর বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার প্রাণবন্ত আড্ডা। দিনব্যাপী আয়োজনে অন্তর্ভুক্ত ছিল নামাজের বিরতি, মধ্যাহ্নভোজ, সাবেক স্কুল ও কলেজের শিক্ষকদের সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান এবং স্কুল-কলেজ জীবনের নানা স্মৃতি নিয়ে স্মৃতিচারণ।
বিকেলে নাস্তার আয়োজনের পর সন্ধ্যায় শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নৃত্য ও বিনোদনমূলক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ। শিশুদের জন্য উপহার বিতরণ, র্যাফেল ড্র এবং রাতের শেষ পর্বে আতশবাজির আয়োজন অনুষ্ঠানকে এনে দেয় বাড়তি আনন্দ ও উৎসবের আবহ।
সকাল সাড়ে ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলা এই মিলনমেলা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। আয়োজকরা জানান, বন্ধুদের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার কারণেই এত বড় আয়োজন সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। তাঁরা মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে, আরও বেশি বন্ধুদের নিয়ে এমন মিলনমেলার আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
দীর্ঘ সময় পর একত্রিত হয়ে হাসি, গল্প আর স্মৃতির ভাগাভাগিতে ভর করে এই রিউনিয়ন বন্ধুত্বের বন্ধনকে নতুন করে দৃঢ় করেছে, যা অংশগ্রহণকারী সবার কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।