Tuesday, October 14, 2025

নাহিদ ইসলাম: মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরে জড়িতদের কঠোর বিচার করা হবে


ছবিঃ রাজধানীর আজিমপুরের ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নাহিদ ইসলাম। ( সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে যেসব ব্যক্তি বা গোষ্ঠী মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরে জড়িত, তাঁদের যেই রাজনৈতিক দল বা ধর্মীয় পরিচয়ই থাকুক না কেন, কঠোর বিচারের আওতায় আনতে হবে। তিনি বলেন, এসব কর্মকাণ্ড সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের পাশাপাশি বাংলাদেশবিরোধী ষড়যন্ত্রের অংশ।

রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর আজিমপুরের ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা উদ্‌যাপন কমিটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে বক্তব্য দেন নাহিদ ইসলাম। এ সময় তিনি পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।

নাহিদ ইসলাম বলেন, পূজা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে অনুষ্ঠিত হয়, সে জন্য সরকারের সর্বাত্মক ব্যবস্থা নিতে হবে। তিনি আশ্বাস দেন, এনসিপিও সব ধরনের সহযোগিতা করবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, স্বাধীনতার ৫০ বছর পরও দেশে গণতন্ত্রের ঘাটতি, সাম্প্রদায়িক বৈষম্য এবং সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তাহীনতা রয়ে গেছে।

সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি বেদখল রোধে বিশেষ কমিশন গঠনের দাবিকে সমর্থন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, সংখ্যালঘুদের ন্যায়বিচার পেতে হলে বিচারহীনতার সংস্কৃতি ভাঙতে হবে। পাশাপাশি তিনি সবাইকে বিভাজন নয়, ঐক্যবদ্ধ থেকে একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

সাক্ষাৎকালে আরও বক্তব্য দেন পূজা উদ্‌যাপন পরিষদের উপদেষ্টা সুব্রত চৌধুরী, এনসিপির যুগ্ম সদস্যসচিব প্রীতম দাস, গণতান্ত্রিক ছাত্র ঐক্যের যুগ্ম আহ্বায়ক জয় বিশ্বাসসহ অনেকে।

নাহিদ ইসলাম স্পষ্ট করে বলেন, আগামী নির্বাচনে এনসিপি সব সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করবে। তাঁর ভাষায়, "বাংলাদেশে সবার সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত না হলে সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গড়া সম্ভব নয়।"

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন