Tuesday, October 14, 2025

খাগড়াছড়ি ধর্ষণ ইস্যুতে বিতর্কিত মন্তব্যে এনসিপি নেতা হান্নানের ক্ষমা প্রার্থনা


ছবিঃ জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ঢাকা:

খাগড়াছড়িতে পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ঘিরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভেতরে তীব্র বিতর্ক দেখা দিয়েছে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ ঘটনাটিকে “ভুয়া ধর্ষণ” বলে উল্লেখ করায় ক্ষোভ ছড়িয়ে পড়ে বিভিন্ন মহলে।

প্রথমদিকে হান্নান মাসউদ সামাজিক যোগাযোগমাধ্যমে তার বক্তব্যের পক্ষে অবস্থান নিলেও পরে একাধিক পোস্টে শব্দচয়নের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি লিখেছেন, ধর্ষণের মতো গর্হিত অপরাধকে কোনোভাবেই অস্বীকার করা যায় না এবং এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

এ ঘটনায় দলের কেন্দ্রীয় কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একমাত্র প্রতিনিধি অলিক মৃ আজ সোমবার সকালে পদত্যাগের ঘোষণা দেন। তিনি বলেন, হান্নান মাসউদের মন্তব্য মিথ্যাচার ও অপমানজনক, তাই প্রতিবাদ জানাতেই পদ ছাড়তে বাধ্য হয়েছেন।

হান্নান মাসউদ পরে নতুন এক ফেসবুক পোস্টে বলেন, পাহাড় ও সমতলের নাগরিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। ষড়যন্ত্রকারীরা অশান্তি সৃষ্টির চেষ্টা করলেও আলোচনার মাধ্যমে সংকট মোকাবিলা করতে হবে।

খাগড়াছড়ির ধর্ষণ-পরবর্তী বিক্ষোভে সহিংসতায় তিনজন নিহত হওয়ার পর বিষয়টি আরও আলোচনায় এসেছে। হান্নান মাসউদের মন্তব্যে বিতর্ক তৈরি হওয়ায় এনসিপি এখন চাপের মুখে পড়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন