- ১৩ অক্টোবর, ২০২৫
স্টাফ রিপোর্টার | PNN:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশের মানুষকে আর কোনো দাবি আদায়ের জন্য কর্মস্থল ছেড়ে রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি আশ্বাস দিয়ে বলেন, “ন্যায় ও ইনসাফের ভিত্তিতে যার যা প্রাপ্য, তা যথাসময়ে তার হাতে পৌঁছে যাবে।”
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এফডিইবি) আয়োজিত বার্ষিক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জামায়াতের তিনটি মৌলিক প্রতিশ্রুতির কথা উল্লেখ করে শফিকুর রহমান বলেন—
শিক্ষাব্যবস্থার সংস্কার: বর্তমান ভঙ্গুর শিক্ষাব্যবস্থা পরিবর্তন করে নৈতিকতা ও দক্ষতার সমন্বয়ে নতুন শিক্ষানীতি প্রণয়ন করা হবে। শিক্ষার্থীরা পড়াশোনা শেষে যোগ্যতা অনুযায়ী চাকরি বা উদ্যোক্তা হওয়ার সুযোগ পাবে।
দুর্নীতি দমন: ঘুষ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা হবে।
ন্যায্য বেতন কাঠামো: কর্মপরিবেশ ও দায়িত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিটি খাতে বেতন নির্ধারণ করা হবে।
পুলিশ বাহিনীর বেতন প্রসঙ্গে তিনি বলেন, “জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করা সদস্যদের যদি অপ্রতুল বেতন দেওয়া হয়, তবে তারা কেন ত্যাগ স্বীকার করবে? তাই প্রতিটি কর্মীকে মর্যাদাপূর্ণ অবস্থানে আনতে হবে।”
অনুষ্ঠানে ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী আব্দুছ ছাত্তারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ও জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলাম, সাইফুল আলম মিলন, এহসানুল মাহবুব জুবায়ের প্রমুখ।