Tuesday, October 14, 2025

নাগরিক পার্টির নেতা নিজাম উদ্দিনের চাঁদা চাওয়ার ভিডিও ভাইরাল: দল শোকজ নোটিশ দিয়েছে


ছবিঃ এনসিপির চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিন (সংগৃহীত)

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদা চাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে নিজাম উদ্দিনকে বন্দর এলাকায় চলমান আন্দোলন দমাতে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করতে শোনা যায়।

ভিডিও ভাইরাল হওয়ার পর এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটি তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে। সোমবার দুপুরে নগর কমিটির যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত ওই নোটিশ নিজাম উদ্দিনকে পাঠানো হয়। এতে তাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নিজাম উদ্দিন জানান, ‘এগুলো পুরোনো ভিডিও। আমাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার জন্য পরিকল্পিতভাবে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হচ্ছে।’ তিনি আরও বলেন, ভিডিওটি প্রকাশ করেছেন আফতাব নামে এক ব্যক্তি, যিনি লাইভ এসে বিষয়টি বিস্তারিত জানাবেন। নিজাম জানান, তিনি দলের পাঠানো কারণ দর্শানোর চিঠি পেয়েছেন এবং শিগগিরই লিখিত ব্যাখ্যা প্রদান করবেন।

এর আগে গত ৫ জুলাই নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে চট্টগ্রাম পুলিশের কমিশনার বরাবর এক নারী চিঠি দেন। ওই অভিযোগে বলা হয়, দুই কোটি টাকা চাঁদা না দেয়ায় নিজাম উদ্দিন তাঁর স্বামীকে মিথ্যা মামলায় জড়িয়ে দেন। নিজাম ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্যসচিব। অভিযোগের প্রেক্ষিতে তাঁর পদ স্থগিত করা হয়েছিলো, পরে পদ ফিরিয়ে দেওয়া হয়।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন