- ১৩ অক্টোবর, ২০২৫
দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে এবং রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে জনগণের জন্য কার্যকর করতে নতুন সংবিধানের প্রয়োজনীয়তার কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মহাসচিব ডা. তাসনিম জারা।
সোমবার বিকেলে ময়মনসিংহ নগরীর টাউন হল মাঠে অনুষ্ঠিত এক পথসভায় তিনি বলেন, “আমরা যাতে শুধু ক্ষমতার পটপরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ না থাকি, সত্যিকারের সংস্কার যেন আসে। দেশটা যেন সব নাগরিকের হয়—এই লক্ষ্যেই আমাদের পথচলা।”
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত এই সভায় তিনি আরও বলেন, “আপনার সন্তানেরা রাস্তায় নেমেছিল গুলি উপেক্ষা করে, পুলিশের ভয় উপেক্ষা করে—তাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়। এজন্য একটি নতুন সংবিধান দরকার, যেখানে রাষ্ট্র হবে বাংলাদেশের নাগরিকের, কোনো দলের, গোষ্ঠীর বা পরিবারের নয়।”
সভায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী এবং শহীদ সাগরের বাবা মো. আসাদুজ্জামান।
এর আগে বিকেল ৪টায় এনসিপির নেতারা শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের সঙ্গে স্থানীয় একটি হোটেলে সাক্ষাৎ করেন। সেখান থেকে পদযাত্রাটি শহীদ সাগর চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মাঠে পৌঁছায়।
পথসভা ঘিরে নিরাপত্তা নিশ্চিতে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় ৫০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়। এছাড়া র্যাব সদস্যরাও দায়িত্বে ছিলেন।
ডা. তাসনিম জারা বলেন, “আমরা বিচার ও সংস্কারের দাবিতে অগ্রসর হচ্ছি। আশা করি ময়মনসিংহবাসীসহ দেশের জনগণ আমাদের পাশে থাকবে।”