Tuesday, October 14, 2025

অস্ট্রেলিয়ার দুর্দান্ত সফর: ৮–০ ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ


ছবি: অস্ট্রেলিয়া টিম (সংগৃহীত)

সেন্ট কিটস: ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ইতিহাস গড়লো অস্ট্রেলিয়া। টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে সফরের প্রতিটি ম্যাচে জয় তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ৮–০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলো অসিরা।

মঙ্গলবার (২৯ জুলাই) সেন্ট কিটসে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ১৭১ রানের লক্ষ্য ৩ উইকেট ও ১৮ বল হাতে রেখে পেরিয়ে যায় অস্ট্রেলিয়া। এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৫–০ ব্যবধানে জিতে নেয় তারা। এর আগে তিন ম্যাচ টেস্ট সিরিজও ৩–০ ব্যবধানে নিজেদের করে নিয়েছিল সফরকারীরা।

টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। মাত্র ৩২ রানে তারা হারায় ৩ উইকেট। এরপর শিমরন হেটমায়ার ও রাদারফোর্ড দলের হাল ধরেন। হেটমায়ার ৩১ বলে করেন ৫২ রান, আর রাদারফোর্ড ১৭ বলে ৩৫ রান করে আউট হন ম্যাক্সওয়েলের বলে। শেষ দিকে জেসন হোল্ডারের ব্যাট থেকে আসে ২০ রান।

অজিদের পক্ষে বেন ডোয়ারসুইস দারুণ বোলিং করে নেন ৩টি উইকেট।

জবাবে অস্ট্রেলিয়াও শুরুতেই হারায় ৩ উইকেট, মাত্র ২৫ রানে। তবে দলের বাকি ব্যাটাররা দায়িত্বশীল ব্যাটিং করেন। মিচেল ওয়েনের ১৭ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস, ক্যামেরন গ্রিনের ১৮ বলে ৩২ রান, টিম ডেভিডের ৩০ ও অ্যারন হার্ডির ২৮ রানের অপরাজিত ইনিংসে সহজেই জয় তুলে নেয় অজিরা।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে আকিল হোসেন ৩টি উইকেট শিকার করেন।

এই সফরে কোনো ম্যাচ না হারিয়ে অস্ট্রেলিয়া জয় পেয়েছে টানা ৮টি ম্যাচে, যা এক সফরে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ জয়। সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড ভারতের, যারা ২০১৭ সালে শ্রীলঙ্কা সফরে ৯–০ ব্যবধানে জিতেছিল সব সংস্করণে।

অস্ট্রেলিয়ার এমন জয় বিশ্ব ক্রিকেটে তাদের শক্ত অবস্থানকে আরও মজবুত করল বলেই মনে করছে বিশ্লেষকরা।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন