Friday, December 5, 2025

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপি মনোনয়ন বঞ্চনায় ট্রেন অবরোধ, সমর্থকদের বিক্ষোভে উত্তপ্ত পরিস্থিতি


ছবিঃ বিএনপি মনোনয়ন বঞ্চনায় ট্রেন অবরোধ (সংগৃহীত)

PNN নিউজ ডেস্ক | ময়মনসিংহ:

ময়মনসিংহের গৌরীপুরে বিএনপি মনোনয়ন না পাওয়ায় ক্ষুব্ধ সমর্থকদের বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে মনোনয়নবঞ্চিত নেতা আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরা ঢাকাগামী আন্তঃনগর হাওড় এক্সপ্রেস ট্রেন অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টা ৩৫ মিনিটের দিকে গৌরীপুর জংশন এলাকায় ট্রেনটি পৌঁছালে বিক্ষুব্ধ সমর্থকরা রেলপথে শুয়ে পড়েন এবং ট্রেনের যাত্রা বাধাগ্রস্ত করেন। প্রায় ৩৭ মিনিট বন্ধ থাকার পর রেলওয়ে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

গৌরীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার সফিকুল ইসলাম বলেন, “অবরোধের কারণে ট্রেনটি নির্ধারিত সময়ের চেয়ে ৩৭ মিনিট বিলম্বে ছেড়ে যায়। পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।”

এর আগে সোমবার রাতে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত মনোনয়ন তালিকা প্রকাশের পর থেকেই উপজেলা বিএনপির একাংশে উত্তেজনা দেখা দেয়। মনোনয়ন না পাওয়ায় আহাম্মদ তায়েবুর রহমান হিরণের সমর্থকরা সেদিনই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

মঙ্গলবার সকালেও গৌরীপুর পৌর এলাকায় বিক্ষোভ মিছিল বের হয়। পৌর বিএনপির সদস্যসচিব সুজিত কুমার বিক্ষোভ সমাবেশে বলেন, “দলীয় সিদ্ধান্তে যদি সংশোধন না আসে, তাহলে আমরা হরতালসহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”

অন্যদিকে, বিক্ষোভে অংশ নিয়ে হিরণের স্ত্রী সাইদা মাসরুর বলেন, “গত ১৭ বছর ধরে আমার স্বামী বিএনপির আন্দোলনে সক্রিয় থেকেছেন। জেল-জুলুম সহ্য করেও তিনি দল ছাড়েননি। আজ তার প্রতি এমন অবিচার আমরা মেনে নিতে পারি না।”

সমাবেশে উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতারা বক্তব্য রাখেন এবং হিরণকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান।

উল্লেখ্য, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন