- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়ি এলাকায় যৌথ অভিযানে নারী ও শিশুসহ ২৫ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী। মানবপাচারের উদ্দেশে তাদের আটক করে রেখেছিল পাচারকারীরা।
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পূর্বে আটক মানবপাচারকারীদের স্বীকারোক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়—সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জুম্মা পাড়া সংলগ্ন গহীন পাহাড়ে কিছু লোককে বন্দি করে রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যৌথ বাহিনী অভিযান চালায়।
অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। একই সঙ্গে দুইজন পাচারকারীকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত পাচারকারীরা জানায়, তারা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে দেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়া পাঠানোর নামে প্রতারণা করছিল। উন্নত জীবনের প্রলোভন, উচ্চ বেতনের চাকরির আশ্বাস ও কম খরচে বিদেশ যাওয়ার লোভ দেখিয়ে তারা এসব মানুষকে পাহাড়ে আটকে রাখে। পরবর্তীতে মুক্তিপণ আদায়ের জন্য তাদের ওপর নির্যাতন চালানো হতো।
অভিযানে উদ্ধার ব্যক্তিদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
তিনি আরও বলেন, “কোস্টগার্ড সবসময় দেশের উপকূলীয় এলাকায় মানবপাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে।”