- ০৪ ডিসেম্বর, ২০২৫
PNN নিউজ ডেস্ক | ময়মনসিংহ:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে আলম এশিয়া পরিবহনের একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। এ ঘটনায় বাসের চালক জুলহাস মিয়া (৩৫) দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন।
সোমবার (১০ নভেম্বর) রাত সোয়া ৩টার দিকে উপজেলার ভালুকজান এলাকায় এ ঘটনা ঘটে।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান জানান, রাতের ওই সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন লাগিয়ে পালিয়ে যায়। আগুনে বাসটি সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং চালক জুলহাস মিয়া দগ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
ওসি আরও জানান, পুড়ে যাওয়া লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার পর পরিস্থিতি শান্ত হয়।
তিনি বলেন, “ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। আমরা দ্রুত দুষ্কৃতীদের আইনের আওতায় আনার চেষ্টা করছি।”
স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসে অন্য যাত্রী ছিল না, তাই শুধু চালকের প্রাণহানি ঘটেছে। এ ধরনের আগুন লাগানো ঘটনা পুনরায় না ঘটানোর জন্য পুলিশের তৎপরতা বাড়ানো হয়েছে।