- ১৩ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। রোববার (১০ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিমতলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি প্রাণ হারান। আহত সাতজনকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার পর রেকারের সাহায্যে ক্ষতিগ্রস্ত বাস ও ট্রাক সরিয়ে নেওয়া হয়। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।