- ১৩ অক্টোবর, ২০২৫
খুলনার ফুলতলায় অবস্থিত সুপার জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১০ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে মিলের একটি গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বিভিন্ন স্টেশন থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মাসুদ সরদার জানান, অগ্নিকাণ্ডে গোডাউনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।
স্থানীয়রা জানান, আগুন লাগার পর আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।