- ১৩ অক্টোবর, ২০২৫
টানা বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে মুহুরী ও সিলোনিয়া নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে গেছে। এতে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন হাজার হাজার মানুষ, চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। বাড়িঘর, ফসলি জমি এবং ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে পরশুরামের মির্জানগর ইউনিয়নের সুবার বাজারসংলগ্ন মনিপুর গ্রামে সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে যায়। সঙ্গে সঙ্গেই লোকালয়ে পানি ঢুকে পড়ে, নিম্নাঞ্চল তলিয়ে যায়। এতে ওই এলাকার বাসিন্দারা চরম বিপাকে পড়েন।
একই দিন রাতে ফুলগাজীতে মুহুরী নদীর উত্তর বরইয়া নামক স্থানেও বাঁধ ভেঙে যায়। মুহূর্তেই উত্তর বরইয়া গ্রামের বাড়িঘর, রাস্তাঘাট ও ফসলি জমি পানিতে তলিয়ে যায়। রাতের আঁধারে পানি ঢুকে পড়ায় দক্ষিণ বরইয়া, বিজয়পুর, বসন্তপুর, ফতেহপুর, বশিখপুরসহ পার্শ্ববর্তী এলাকার নিম্নাঞ্চলও প্লাবিত হয়। ফুলগাজী বাজারেও পানি ঢুকে দোকানপাটের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া পরশুরাম উপজেলার আরও কয়েকটি স্থানে নদীর পাড় উপচে পানি লোকালয়ে প্রবেশ করেছে।
পানি উন্নয়ন বোর্ডের গ্রেজ রিডার নেপাল সাহা জানিয়েছেন, শুক্রবার (২০ জুন) সকাল থেকে মুহুরী নদীর পানি কমতে শুরু করেছে। সকালে পানির উচ্চতা ১০ দশমিক ৬৮ মিটারে প্রবাহিত হচ্ছিল, যা বৃহস্পতিবার সারাদিন বিপৎসীমার কাছাকাছি ছিল। পানি কমতে শুরু করলেও পানিবন্দী মানুষের দুর্ভোগ এখনো কাটেনি। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্তদের সহায়তার চেষ্টা করছেন। তবে জরুরি ভিত্তিতে বাঁধ মেরামত ও ত্রাণ সহায়তা বৃদ্ধির দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা।
ফেনীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকছে পানি (ছবি : কালবেলা)