Tuesday, October 14, 2025

গল টেস্টে জমে উঠেছে লড়াই: ৪ উইকেটে ৩৬৮ রানে দিন শেষ শ্রীলঙ্কার


গল আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট ম্যাচের তৃতীয় দিন শেষে লড়াইটা জমে উঠেছে। প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৯৫ রানের জবাবে দিন শেষে ৪ উইকেটে ৩৬৮ রান করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। এখনো বাংলাদেশের প্রথম ইনিংসের তারা ১২৭ রানে পিছিয়ে রয়েছে।


দিনের শুরুতে বাংলাদেশ তাদের প্রথম ইনিংস শেষ করে ৪৯৫ রানে। আগের দিন ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে খেলা শুরু করলেও শেষ উইকেট বেশি দূর এগোয়নি।


শ্রীলঙ্কার শুরুটা ছিল সতর্ক। প্রথম উইকেটের পতন ঘটে দলীয় ৪৭ রানে, অভিষিক্ত লাহিরু উদারাকে ফিরিয়ে দেন তাইজুল ইসলাম। এরপর ওপেনার পাতুম নিশাঙ্কা ও অভিজ্ঞ ব্যাটার দিনেশ চান্ডিমাল গড়েন ১৫৭ রানের মূল্যবান জুটি। চান্ডিমাল ৫৪ রানে নাঈম হাসানের শিকার হলেও, নিশাঙ্কা ছিলেন দুর্দান্ত ছন্দে।

বিদায়ী টেস্ট খেলতে নামা অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে নিশাঙ্কা গড়েন আরও ৮৯ রানের জুটি। ম্যাথুস ৩৯ রানে অনিয়মিত বোলার মুমিনুল হকের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।


নিশাঙ্কা এরপর তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় শতক এবং এগিয়ে যান দ্বিশতকের দিকে। তবে নতুন বল নিয়ে প্রথম ওভারেই হাসান মাহমুদের দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড হয়ে ফেরেন ১৮৭ রান করে, যা তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ টেস্ট ইনিংস।


দিনের শেষ দিকে ধৈর্য ধরে ব্যাট চালিয়ে যান কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা। তারা আর কোনো উইকেট না হারিয়ে দিন শেষ করেন।


আগামীকাল চতুর্থ দিনের খেলা শুরু হবে নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে, সকাল ১০টা ১৫ মিনিটে।


নিশাঙ্কাকে ফিরিয়ে টাইগারদের উল্লাস(ছবিঃ দৈনিক জনকণ্ঠ)

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন