- ১৩ অক্টোবর, ২০২৫
ফরিদপুর প্রতিনিধি, PNN: সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মাগুরার মুহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ও যশোরের অভয়নগর উপজেলার কৃতি সন্তান বোরহান উদ্দিন। শনিবার (১৫ জুন) সকাল ১১টা ৩০ মিনিটের দিকে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সুতাসী ব্রিজের কাছে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এসআই বোরহান উদ্দিন মোটরসাইকেলে করে মুহাম্মদপুর থানার উদ্দেশে রওনা হন। পথে সুতাসী ব্রিজ সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি মেহগনি গাছে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি কর্তব্যরত অবস্থায় থানায় ফিরছিলেন বলে নিশ্চিত করেছেন মুহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। সহকর্মীদের কাছে সদালাপী ও দায়িত্বশীল হিসেবে পরিচিত ছিলেন বোরহান উদ্দিন। তার মৃত্যুতে সহকর্মী, এলাকাবাসী ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে, আইনশৃঙ্খলা রক্ষায় আত্মনিয়োগকারী এই পুলিশ কর্মকর্তার অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন মহল।