Friday, January 23, 2026

মোমবাতির আলো থেকে আদালতের কাঠগড়া: তিয়ানানমেন স্মৃতি ঘিরে হংকংয়ে বিচার শুরু


ছবিঃ চীনের সরকারের সামরিক দমন-পীড়নে তিয়ানানমেন স্কয়ারে নিহতদের স্মরণে ২০১৯ সালের ৪ জুন হংকংয়ে আয়োজিত মোমবাতি প্রজ্বালন কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নেন। (সংগৃহীত । আল জাজিরা । কিন চুং/এপি ফটো)

আন্তর্জাতিক ডেস্ক। PNN 

চীনের তিয়ানানমেন স্কয়ারে ১৯৮৯ সালের গণহত্যা স্মরণে আয়োজন করা কর্মসূচির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে হংকংয়ে তিন বিশিষ্ট গণতন্ত্রপন্থী নেতার বিচার শুরু হয়েছে। হংকং হাইকোর্টে শুরু হওয়া এই মামলাকে সাম্প্রতিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিচার হিসেবে দেখা হচ্ছে।

অভিযুক্তরা হলেন—চৌ হাং-তুন, আলবার্ট হো এবং লি চিউক-ইয়ান। তারা সবাই একসময় ‘হংকং অ্যালায়েন্স ইন সাপোর্ট অব প্যাট্রিয়টিক ডেমোক্রেটিক মুভমেন্টস অব চায়না’-এর শীর্ষ নেতৃত্বে ছিলেন। রাষ্ট্রক্ষমতা উসকে দিয়ে উৎখাতের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার আদালতে হাজির হওয়ার সময় লি চিউক-ইয়ান উপস্থিত সমর্থকদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। আলবার্ট হো ছিলেন শান্ত ও নির্লিপ্ত। চৌ হাং-তুন আদালতের বাইরে রাতভর অপেক্ষা করা সমর্থকদের ধন্যবাদ জানিয়ে মাথা নত করেন।

বিচারকার্যে লি চিউক-ইয়ান ও চৌ হাং-তুন নিজেদের নির্দোষ দাবি করলেও আলবার্ট হো অভিযোগ স্বীকার করেন। শুনানিকে কেন্দ্র করে আদালত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। শীতের মধ্যেও প্রায় ৭০ জন সাধারণ দর্শক আদালতের গ্যালারিতে প্রবেশের জন্য লাইনে দাঁড়ান।

একসময় প্রতি বছর ৪ জুন তিয়ানানমেন হত্যাকাণ্ড স্মরণে হংকংয়ে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি হতো। তবে ২০২০ সালে জাতীয় নিরাপত্তা আইন কার্যকর হওয়ার পর থেকে এসব কর্মসূচি নিষিদ্ধ রয়েছে। ওই আইন জারির পেছনে ২০১৯ সালের ব্যাপক সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটের কথা উল্লেখ করে বেইজিং বলেছে, এতে শহরে স্থিতিশীলতা ফিরে এসেছে।

তবে মানবাধিকার সংগঠনগুলো ভিন্ন মত প্রকাশ করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এশিয়া অঞ্চলের উপপরিচালক সারাহ ব্রুকস বলেন, “এই মামলা জাতীয় নিরাপত্তার নয়; এটি ইতিহাস ভুলিয়ে দেওয়ার এবং তিয়ানানমেনের শহীদদের স্মরণে অটল মানুষদের শাস্তি দেওয়ার প্রয়াস।”

চীনা মানবাধিকার রক্ষাকারী নেটওয়ার্কের প্রতিনিধি অ্যাঞ্জেলি ডাট এই বিচারকে “প্রহসন” হিসেবে অভিহিত করে অবিলম্বে সব অভিযোগ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।

এই মামলার শুনানি তিনজন সরকার-অনুমোদিত বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ পরিচালনা করবে। প্রায় ৭৫ দিন ধরে চলবে এই বিচারপ্রক্রিয়া। প্রসিকিউশনের পক্ষে সংগঠনটির বহু বছরের কার্যক্রমসংক্রান্ত ভিডিও ও নথি উপস্থাপন করা হবে বলে জানা গেছে। এর আগে আদালত চৌ হাং-তুনের মামলা বাতিলের আবেদন খারিজ করে দেয়।

উল্লেখ্য, তিয়ানানমেন আন্দোলনের স্মৃতি সংরক্ষণে দীর্ঘদিন কাজ করা হংকং অ্যালায়েন্স গত তিন দশক ধরে চীনের সরকারের কাছে দায় স্বীকার, রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং গণতান্ত্রিক সংস্কারের দাবি জানিয়ে আসছিল।

এই বিচার শুরু হওয়ার এক মাস আগে হংকংয়ের প্রভাবশালী গণমাধ্যম উদ্যোক্তা জিমি লাইয়ের দণ্ডাদেশ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। তবে হংকংয়ের প্রধান বিচারপতি সম্প্রতি বলেন, বিচারকরা রাজনীতি নয়, কেবল আইন ও প্রমাণের ভিত্তিতেই রায় দিয়ে থাকেন।

এই মামলাকে ঘিরে হংকংয়ে মতপ্রকাশের স্বাধীনতা ও ইতিহাস সংরক্ষণের ভবিষ্যৎ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন