- ০৪ ডিসেম্বর, ২০২৫
স্টাফ রিপোর্ট: PNN
ঢাকা, বরিশাল, চাঁদপুর, টাঙ্গাইল, ব্রাহ্মণবাড়িয়া, সিরাজগঞ্জ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নবঞ্চিত নেতাদের অনুসারীরা ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দলের শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করতে মানববন্ধন, সমাবেশ, মশাল মিছিল এবং সংবাদ সম্মেলনসহ নানা আয়োজন করা হচ্ছে।
বরিশাল-১: বিএনপির মনোনয়নবঞ্চিত নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের পক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতাকর্মীরা মানববন্ধন ও সমাবেশ করেছেন। বক্তারা বরিশাল-১ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করার দাবি জানান।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ): অধ্যাপক মো. শাহজাহান মিয়ার মনোনয়ন বাতিল করে রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকতকে প্রার্থী করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ঢাকা-২০ (ধামরাই): বিএনপির মনোনয়নপ্রত্যাশী ইয়াছিন ফেরদৌস মুরাদের সমর্থনে জাতীয়তাবাদী মহিলা দল ১০ হাজারেরও বেশি নারী সমাবেশ করেন। বক্তারা তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাভোগ এবং দলের প্রতি অবদান স্মরণ করে তাকে চূড়ান্ত প্রার্থী করার আহ্বান জানান।
চাঁদপুর-১ (কচুয়া): সাবেক শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের বিরুদ্ধে অপপ্রচার ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন হয়। বক্তারা এ ধরনের অপপ্রচারকে রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেন এবং কেন্দ্রীয় কমিটিকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
টাঙ্গাইল-৭ (মির্জাপুর): মনোনয়নপ্রত্যাশী সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর পক্ষে এবং প্রার্থী পরিবর্তনের দাবিতে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন। এ সময় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর): মনোনয়নবঞ্চিত নেতাদের অনুসারীরা মশাল মিছিলের মাধ্যমে দলের মনোনয়ন পরিবর্তনের দাবি জানান। জেলা বিএনপির সদস্য হযরত আলীর নেতৃত্বে কয়েক হাজার নেতা- কর্মী এতে অংশ নেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ): মনোনয়নপ্রত্যাশী রাহিদ মান্নান তালুকদারের অনুসারীরা ‘ধানের শীষের জনমত জরিপ’ সভা আয়োজন করে। তারা সাবেক সংসদ সদস্য লেলিনকে আসনের চূড়ান্ত প্রার্থী করার দাবি জানান।
দলের মনোনয়নবঞ্চিত নেতারা বলছেন, নির্বাচনের ঘনিয়ে আসার পরও তারা হাল ছাড়বেন না। কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ ও ন্যায্য মনোনয়ন নিশ্চিত করতে তারা মাঠে নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।