Friday, December 5, 2025

জামায়াতের নেতৃত্বে ন্যায়পরায়ণ রাষ্ট্রব্যবস্থা গড়ার প্রতিশ্রুতি


ছবি: ডুমুরিয়ায় জনসভায় বক্তব্য দেন মিয়া গোলাম পরওয়ার। (সংগৃহীত)

স্টাফ রিপোর্ট: PNN 

বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছরে যারা রাষ্ট্রক্ষমতায় ছিলেন, তারা জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার (২১ নভেম্বর) খুলনার ডুমুরিয়া উপজেলার শাহপুর আন্দুলিয়া ফুটবল মাঠে আয়োজিত ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “বিগত ৫৪ বছরের শাসনামলে রাষ্ট্রের শাসন, অর্থনীতি, বিচার ব্যবস্থা, কৃষি, শিক্ষা ও সংস্কৃতিসহ সব ক্ষেত্রেই জনগণ তাদের প্রত্যাশিত ফল পায়নি। দুর্নীতি, চাঁদাবাজি, ভিন্নমতের ওপর নির্যাতনসহ জনজীবনের অবনতি ঘটেছে। আগামী নির্বাচনে জাতি তাদের ‘লাল কার্ড’ দেখাবে।”

তিনি আরও বলেন, “৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পরও মাঠ দখল, বাজার-ঘাটের নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি আগের ধারার মতোই চলছে। তবে এসব কর্মকাণ্ডে জামায়াতের কোনো অংশ নেই। জনগণ এখন পরিবর্তন চায়। পুরোনো রাজনৈতিক ধারা ও দুর্নীতিমুক্ত একটি ন্যায়পরায়ণ রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা যাবে জামায়াতের নেতৃত্বে।”

মিয়া গোলাম পরওয়ার প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে বলেন, “ভোট ডাকাতির চেষ্টা কেউ করলে দায় এড়াতে পারবেন না। দেশের মানুষ এটি মূল্যায়ন করবে।”

তিনি দলের নীতি ও স্বচ্ছতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, “জামায়াতের এমপি ও মন্ত্রীরা কোনো ট্যাক্স ফ্রি গাড়ি, প্লট বা বিশেষ সুবিধা গ্রহণ করবেন না। উন্নয়ন খাতের বরাদ্দ জনগণের সামনে প্রকাশ করা হবে এবং জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলা হবে।”

ছাত্র জমায়েতে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোক্তার হুসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) জিএস মাজহারুল ইসলামসহ অন্যান্য শিক্ষার্থী ও রাজনৈতিক নেতারা। এছাড়া হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি ও স্থানীয় রাজনৈতিক নেতারা অংশগ্রহণ করেন।

Super Admin

PNN

প্লিজ লগইন পোস্টে মন্তব্য করুন!

আপনিও পছন্দ করতে পারেন