- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক | ঢাকা
ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জমা দেওয়া মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। তিনি জানিয়েছেন, আপিলের আনুষ্ঠানিক প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় তাসনিম জারা এ তথ্য জানান। পরে গণমাধ্যমে পাঠানো এক লিখিত বক্তব্যেও তিনি একই অবস্থান পুনর্ব্যক্ত করেন।
এর আগে শনিবার মনোনয়ন যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. আজমল হোসেন।
তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন বৈধ করতে ঢাকা-৯ আসনে প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসংবলিত তালিকা তাসনিম জারা জমা দিয়েছিলেন। স্বাক্ষরের সংখ্যা নির্ধারিত সীমার চেয়েও বেশি ছিল। তবে যাচাইয়ের সময় প্রস্তাবক ও সমর্থক হিসেবে বাছাই করা ১০ জন ভোটারের মধ্যে দুজন সংশ্লিষ্ট আসনের ভোটার নন—এমন তথ্য পাওয়া যায়। নির্বাচন বিধি অনুযায়ী এ কারণেই মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আপিল করার সুযোগ রয়েছে বলেও জানান তিনি।
এ বিষয়ে প্রতিক্রিয়ায় তাসনিম জারা বলেন, মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত তাঁরা মেনে নিচ্ছেন না। নির্বাচন কমিশন যে যুক্তি দেখিয়েছে, তা বাস্তব পরিস্থিতির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়। যাচাইয়ের জন্য যেসব ভোটারের তথ্য নেওয়া হয়েছে, তাঁদের জাতীয় পরিচয়পত্র ও ব্যক্তিগত ধারণা অনুযায়ী তাঁরা নিজেদের ঢাকা-৯ আসনের ভোটার বলেই জানতেন।
তিনি আরও বলেন, ঢাকা শহরের কিছু এলাকায় একাধিক সংসদীয় আসন থাকায় অনেক ভোটারই নিশ্চিতভাবে জানতে পারেন না, তাঁরা কোন আসনের অন্তর্ভুক্ত। নির্বাচন কমিশনের ডেটাবেজ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত বা সহজলভ্য না হওয়ায় এ ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে।
তাসনিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ জানান, ঢাকা-৯ আসনের জন্য প্রায় পাঁচ হাজার ভোটারের স্বাক্ষর সংগ্রহ করা হয়েছিল। সেখান থেকে দৈবচয়নের ভিত্তিতে যাদের যাচাই করা হয়, তাঁদের অধিকাংশের তথ্য সঠিক পাওয়া গেছে। মাত্র দুজনের ক্ষেত্রে ভোটার এলাকার তথ্য ভিন্ন আসনে দেখানো হয়েছে, যা স্বাক্ষর সংগ্রহের সময় তাঁদের পরিচয়পত্রে প্রতিফলিত ছিল না।
তিনি বলেন, সংশ্লিষ্ট দুজন ভোটার ইতোমধ্যে লিখিতভাবে তাঁদের অবস্থান ব্যাখ্যা করে একটি চিঠি দিয়েছেন। পরবর্তী কর্মদিবসে নির্বাচন কমিশনের আপিল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন করা হবে।
উল্লেখ্য, তাসনিম জারা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক জ্যেষ্ঠ নেত্রী ছিলেন। গত ২৭ ডিসেম্বর দল থেকে পদত্যাগ করার পর তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন। মাত্র দেড় দিনের মধ্যে তিনি প্রয়োজনীয় ভোটারের স্বাক্ষর সংগ্রহ করে ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন।