- ১৯ জানুয়ারি, ২০২৬
PNN নিউজ ডেস্ক | সাতক্ষীরা
সাতক্ষীরার কলারোয়া পৌর এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সুরাইয়া খাতুন (১৮) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। শনিবার (৩ জানুয়ারি) সকাল ৯টার দিকে কলারোয়া পৌর সদরের বেত্রাবতী হাই স্কুল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুরাইয়া খাতুন কলারোয়া উপজেলার সলিমপুর গ্রামের বাসিন্দা ওজিয়ার রহমান গাজীর কন্যা। তিনি কলারোয়া সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকালে একটি ইজিবাইকে করে সুরাইয়া উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বেত্রাবতী হাই স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মাটি বোঝাই ট্রলি ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গাড়ি থেকে ছিটকে পড়ে যান এবং ট্রলিটি তার ওপর দিয়ে চলে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ. এম. শাহীন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।