- ১৩ অক্টোবর, ২০২৫
রাজধানীর মিটফোর্ড হাসপাতালে ভয়াবহভাবে নিহত ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার দুই আসামিকে চার দিনের রিমান্ডে নিতে অনুমতি দিয়েছেন আদালত।
আজ শনিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে এই আদেশ দেন বিচারক। রিমান্ডে নেওয়া দুই ব্যক্তি হলেন কেরানীগঞ্জের বাসিন্দা রুমান বেপারী (৩২) ও মো. আবির হোসেন (২৮)।
পুলিশ জানায়, শুক্রবার ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে এই দুইজনকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার সকালে তাঁদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।
আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে আবেদন খারিজের অনুরোধ জানালেও উভয় পক্ষের শুনানি শেষে বিচারক চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনের ব্যস্ত সড়কে দিনের আলোতে নির্মমভাবে হত্যা করা হয় লাল চাঁদকে। প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, একদল লোক প্রকাশ্যে তাঁর ওপর হামলা চালায়। তাঁকে পিটিয়ে, ইট-পাথর দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। এসময় তাঁকে বিবস্ত্রও করা হয় এবং হত্যাকারীদের কেউ কেউ তাঁর ওপর লাফিয়ে আঘাত করে।
হত্যাকাণ্ডের পরদিন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন লাল চাঁদের পরিবারের সদস্যরা। পুলিশ এ পর্যন্ত মামলার তদন্তে ১৪ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে ৯ জন ইতোমধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, হত্যাকাণ্ডটি পূর্বপরিকল্পিত ছিল কি না, কারা মূলহোতা—এসব তথ্য বের করতেই চলমান রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হবে।
এই নৃশংস হত্যার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জনমনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। বিভিন্ন মানবাধিকার সংস্থা ও নাগরিক সমাজ এ ঘটনার দ্রুত বিচার দাবি করে আসছে।