- ১৩ অক্টোবর, ২০২৫
জুলাই মাসের গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে আজ রোববার দুপুরে একটি বিশাল সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নেতা–কর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে সমাবেশস্থল।
দুপুর ১২টা থেকে ধীরে ধীরে জমায়েত শুরু হলেও দুপুর ২টার আগেই সমাবেশস্থল পরিপূর্ণ হয়ে ওঠে। সরেজমিনে দেখা গেছে, টিএসসির দিকে মুখ করে নির্মিত মঞ্চে অবস্থান নিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। চারপাশে দলীয় পতাকা, ব্যানার, পোস্টারে ভরে উঠেছে পুরো এলাকা।
সমাবেশে অংশ নেওয়া নেতা-কর্মীদের অনেককেই কপালে জাতীয় ও দলীয় পতাকা বেঁধে, ব্যান্ড পরে, দলীয় শ্লোগানে মুখর হতে দেখা যায়। ‘তারেক রহমান আসবে’, ‘রাজপথ ছাড়ি নাই’, ‘জুলাই সনদ কার্যকর করো’—এসব স্লোগান ধ্বনিত হয়েছে বারবার।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তিনি আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও ছাত্ররাজনীতির দিকনির্দেশনা দেবেন বলে আশা করছেন নেতা-কর্মীরা।
বরিশাল থেকে আগত এক ছাত্রদল নেতা রহমতউল্লাহ বলেন, “আমি গণ-অভ্যুত্থানে আহত হয়েছি। এখন একটাই দাবি—জুলাই সনদ যেন বাস্তবায়ন হয়। আমরা দেশের মানুষকে মুক্তি দিয়েছি, এখন আমাদের নিরাপত্তার দরকার।”
সমাবেশে সভাপতিত্ব করছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম এবং সঞ্চালনায় আছেন সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।
তবে এই সমাবেশ ঘিরে শহরের শাহবাগ ও আশপাশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল, কাঁটাবন, মৎস্য ভবন, শাহবাগ থানা সংলগ্ন রাস্তা বন্ধ থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
মালিবাগ থেকে শিশুসন্তানকে নিয়ে চিকিৎসার জন্য শাহবাগে আসা ক্ষুদ্র ব্যবসায়ী মোহাম্মদ রাসেল বলেন, “রাস্তা বন্ধ থাকায় অনেক দূর ঘুরে হাসপাতালে যেতে হয়েছে। ফেরার পথে কোলে সন্তান নিয়ে হাঁটতে হচ্ছে। এটা খুবই কষ্টকর।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন বলে জানা গেছে।
ছাত্রদলের নেতারা বলছেন, এই সমাবেশের মাধ্যমে তারা রাজপথে ইতিবাচক, গণতান্ত্রিক ছাত্ররাজনীতির নতুন দিগন্ত সূচনার বার্তা দিতে চান।