- ১৩ অক্টোবর, ২০২৫
চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় একটি দ্রুতগামী লরি। এ দুর্ঘটনায় লরির চালকের সহকারী মো. সাব্বির হোসেন (২০) মারা গেছেন। তিনি চট্টগ্রাম নগরের উত্তর হালিশহরের মিয়াজের বাড়ি এলাকার আলী আব্বাসের ছেলে। লরির চালক মো. জুয়েল (২৮) আহত হয়েছেন।
আজ বুধবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের সুফিয়া রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় ট্রাকটিতে নষ্ট চাকা মেরামত করছিলেন চালক ও তার সহকারী। ঠিক তখনই পেছন থেকে আসা একটি লরি ট্রাকটিকে ধাক্কা দেয়। ধাক্কায় ট্রাকটি সড়কের বাইরে ছিটকে পড়ে একটি দোকানের ওপর পড়ে যায়। দোকান বন্ধ থাকায় কেউ হতাহত হননি।
দুর্ঘটনার তীব্রতায় লরির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সহকারী আটকে পড়ে তার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। আহত লরিচালককে দ্রুত স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মিরসরাই ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমদ হোসেন জানান, মৃতদেহ উদ্ধার করতে বড় ক্রেন এনে প্রায় চার ঘণ্টা পর লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত লাশ হাইওয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
জোরাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক বোরহান উদ্দিন বলেন, নিহতের পরিবারের সদস্যরা থানায় এসে আইনি কার্যক্রম সম্পন্ন করেছেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে জব্দ করা হয়েছে।
স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী ঘটনার কারণ অনুসন্ধান করছে।